নীলফামারীর ডোমারে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার পাগলা বাজার নাপিত পাড়ায়।
এলাকাবাসি জানায়, বোদা উপজেলার ফুলতলা নাউয়া পাড়া এলাকার বিরেন্দ্র শর্মার মেয়ে কবিতা রানী (৩৫) এর বিয়ে হয় ২০০২ সালে ডোমার নাপিত পাড়ার অভিনয় চন্দ্র শীল এর ছেলে সুভাষ চন্দ্র শীল (৪২) এর সাথে। তাদের সংসারে এক ছেলে সন্তান রয়েছে। ১৩ বছরের ওই ছেলের নাম হল জীবন চন্দ্র শীল।
ঘটনার দিন ঘাতক স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। এলাকাবাসির এমন অভিযোগ পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ১৮ মে ঋণের টাকা নিয়ে সুভাষের সাথে তার স্ত্রীর বাক বিতন্ডা ঘটে। এক পর্যায়ে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করে। এতে ব্যর্থ হলে পরে তাকে নেধড়ক মারপিট করা হয়।
এ অবস্থায় সন্ধ্যায় তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহত কবিতা রানীর ভাই সনাতন শর্মা বাদী হয়ে ডোমার থানায় সুভাষের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ওইদিনেই আসামি সুভাষ চন্দ্রকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।