ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

শনিবার কাহালু উপজেলা হলরুমে মাদক,মৌলবাদ, জঙ্গিবাদী সন্ত্রাস এর বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রতি দৃঢ় করার লক্ষে ৪ দিন ব্য” দুই বাংলার নাট্যউৎসব” সফল করার লক্ষে কাহালু প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ এবং কাহালু থিয়েটারের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন কাহালু থিযেটারের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারন সম্পাদক মুনসুর রহমান তানসেন,কাহালু প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউনুস আলী টনি,যুগ্ম সাধারন সম্পাদক এম এ মতিন,রুহুল আমিন,সাইফুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক প্রভাষক সাহাবদ্দিন,অর্থ বিষয়ক সম্পাদক আলম,প্রচার সম্পাদক হারুনুর রশিদ সাবেক সাধারন সম্পাদক প্রভাষক মাকসুদুর রহমান ও খালেকুজ্জামান মিঠ’ু সদস্য নুরুল ইসলাম এবং সাহিন সরদার প্রমুখ।

২১ মে সন্ধ্যা ৭ টায় উৎসব প্রস্তুতি প্রদর্শনী । ২২ মে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বগুড়া সদর-৬ এলাকার সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।সম্মানিত অতিথি থাকবেন জোবাইদা আহসান জবা। ২৩ মে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।বিশেষ অতিথি থাকবেন নাট্যজন তৌফিক হাসান ময়না। ২৪ মে প্রধান অতিথি থাকবেন, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।বিশেষ অতিথি থাকবেন,কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: