নীলফামারীতে ছয় জন ভিক্ষুকের মাঝে সহায়ক উপকরণ হিসাবে গরু বিতরণ করা হয়। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা অফিস বাস্তবায়নে ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় পৌরসভার ৬ জন ভিক্ষুককে গরু দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মো.আবু বক্কর সিদ্দিক। সভা পরিচালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা হৃদয় হোসেন।
প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি যথাক্রমে কাউন্সিলর মো. শাহজাহান আলী, কাউন্সিলর মোস্তফা জামাল, কাউন্সিলর মো. ময়নুল,কাউন্সিলর মাহফুজার রহমান শাহ, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মাহমুদা নাসরিন তন্নী তালুকদার ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর আফরোজা সুলতানা প্রমূখ।