সৈয়দপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা

নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাব। এ প্রেসক্লাবটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। একটি কুঁড়েঘর থেকে আজ প্রেসক্লাব পরিনত হয়েছে দুটি দ্বিতল ভবনে।
পুরাতন ভবনের দ্বিতীয় তলায় প্রেসক্লাব অফিস।
নতুন ভবনের দ্বিতীয় তলার কাজ চলমান। চলমান কাজ সাময়িক বন্ধ রাখা হয় রমজান মাসে। সেই কাজ চালু করতে ডাকা হয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক সভা।
১৭ মে রাতে প্রেসক্লাবের নিজস্ব ভবনের দ্বিতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি ওবায়দুল ইসলাম।
প্রেসক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য বলেন, নির্বাহী কমিটির সদস্য ও সময়ের আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি নজরুল ইসলাম। নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী চিত্রের সম্পাদক হাজী মকসুদ আলম। প্রেসক্লাবের সহসভাপতি ও মানবজমিন পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি এম এ করিম। প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আমাদের সময় পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি গোপাল রায়। প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ও নীলফামারী বার্তার স্টাফ রিপোর্টার এম ওমর ফারুক এবং প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও খোলা কাগজ সৈয়দপুর প্রতিনিধি এম এ মোমেন।
সভায় সকলের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ে দ্বিতীয় তলার কাজ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *