নাটোরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

নাটোরে তিনফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসনের মাধ্যেমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপিপ্রদান করেছে বাংলাদেশ মানবধিকার কমিশন নাটোর জেলা শাখা।

বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন ঢাকা বাসস্টেন এলাকায় অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে আগত মানবোতাবাধি কর্মীগন বক্তব্য বলেন, নাটোর জেলা জুরে চলছে অবৈধ পুকুর খননের এক মহাউৎসব। আর এই মহা উৎসবের সাথে জড়িত ক্ষমতাশীন দলে নেতাকর্মী, সাংবাদিক ও অসদ কিছু সরকারী কর্মকর্তা কর্মচারী এবং কিছু মাটি খেকো মাটি ব্যবসায়ী। এরা মসজিদ, মাদ্ররাসা, স্কল, ইটভাটার কথা বলে দেদারসে বিভিন্ন মানুষের কাছে মাটি বিক্রয় করছে যা এক ট্রাক্টর মাটির দাম ১৫শত টাকা থেকে ২হাজার টাকা পর্যন্ত দাম রাখে।
বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে নাটোর জেলার সকল উপজেলার অধিকাংশ ইউনিয়ানে সিন্ডিকেট করে ফসলি জমিতে মাটি খনন অব্যাহত রয়েছে।এদের বাধা বা নিষেধ করতে গেলে সাধারণ মানুষকে হুমকি সহ বিভিন্ন ভাবে লাঞ্চিত হচ্ছে। জনদুর্ভোক বৃদ্ধি পাচ্ছে। অবৈধ চক্র শক্তিশালী হয়ে সমাজের অবক্ষয় টেনে আনছে। কোন কোন স্থানে ইউএনও অথবা এসিল্যাল্ড মহোদয়রা এস্কেভেটর(ভেকু) মেশিনের ব্যাটারী , এস্কেভেটর জব্দ করলে কয়েক ঘন্টার মধ্যে মুচলেকা প্রতিজ্ঞাপত্র দিয়ে তা ছাড়িয়ে নিচ্ছে পরে আবার ওজমিতে পুকুর খনন করছে।এগুলো ছাড়াও মাটি ব্যবহারের প্রধান কারখানা ইট ভাটা এই কৃষি জমি ধ্বংশের অন্যতম কারণ ।
বাংলাদেশ মানবধিকার কমিশনের নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুবীর বর্দ্ধন মুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবধিকার কমিশনের নাটোর জেলা কমিটির সভাপতি এড. সোহেল রানা, বাংলাদেশ মানবধিকার কমিশনের নাটোর জেলার উপদেষ্টা অশোক ভদ্র, সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক ইউনিক প্রেসকালাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বাংলাদেশ মানবধিকার কমিশনের সদর উপজেলা কমিটির সভাপতি এড. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন ,বাংলাদেশ মানবধিকার কমিশনের লালপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, বাংলাদেশ মানবধিকার কমিশনের বড়াইগ্রাম উপজেলা উপজেলার সহসভাপতি পারুল আকতার সহ প্রমুখ।

বাংলাদেশ মানবধিকার কমিশন নাটোর জেলা শাখা পক্ষ থেকে মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যেমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপিপ্রদান করেছে ।মানববন্ধন থেকে বক্তরা ১০দফা বাস্তবায়নে জোর দাবী জানান।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *