ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

গফরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

ফারুক আহমেদ, ময়মনসিংহ প্রতিনিধি || ৮:০২ অপরাহ্ণ ॥ মে ১৮, ২০২৩

স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৩৬৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ হল রুমে এসব ট্যাব বিতরণ করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।

এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় বক্তব্যে এমপি বাবেল গোলন্দাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে বিনির্মানে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলতেই নতুন প্রজন্মের মাঝে এসব ট্যাব বিতরণ করা হচ্ছে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক