কাল ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
কামরুজ্জামান শাহীন,ভোলা || ৬:৪৩ অপরাহ্ণ ॥ মে ১৮, ২০২৩
গণতন্ত্র পুনরুদ্ধারে, তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীদিন শুক্রবার ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ। ভোলা জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (১৯ মে) সকাল ১০ টায় ভোলা মহাজনপট্রিস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলমের সঞ্চালনায় ও আহŸায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট মজিবুর রহমান সরোয়ার।
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মো. রাসুল আলম প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেন।