ফুলবাড়িতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা
উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: || ৬:০৮ অপরাহ্ণ ॥ মে ১৭, ২০২৩
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৭(মে) বুধবার সকাল১১টায় আওয়ামীলীগ কার্যালয়ে,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ এর সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা,সহ-সভাপতি আব্দুস সামাদ,সংগ্রামী সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া,উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক, আতাউর রহমান রতন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব লুৎফর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মনজুরুল হক বকসি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ-দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।