ঝড়ে ছিড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঝড়ে ভেঙ্গে পড়া গাছের ডাল কুড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিজলী খাতুন(১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার(১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গনির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত বিজলী খাতুন ওই এলাকার রসুলপাড়া গ্রামের ভ্যান চালক মতিয়ার রহমানের ছেলে। সে মহিষখোচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হানিফ মিয়া জানান, ঝড়ে ভেঙ্গে পড়া বাগানের শুকনো ডালের লাকড়ি জ্বালানী হিসেবে ব্যবহার করতে স্থানীয় বিপুল হাজির বাগানে যায় স্কুলছাত্রী বিজলী খাতুনসহ কয়েকজন শিশু। বাগানের ভিতরে থাকা বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে পড়ে যায়। হঠাৎ সেই তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় বিজলী। বিষয়টি বুঝতে পেয়ে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিজলীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *