জামালপুরে গাছ চাপায় এক ব্যবসায়ী নিহত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: || ২:৩৭ অপরাহ্ণ ॥ মে ১৭, ২০২৩
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে মো.সুজন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটছে। মঙ্গলবার (১৬ মে) রাত ৯টার দিকে উপজেলার দূরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া ওই এলাকার সুজা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, জামালপুর জেলায় রাত সাড়ে ৮টার দিকে প্রচন্ড ঝড় শুরু হয়। এ সময় সুজন মিয়া আমবাড়িয়া বাজারে দোকানেই ছিলেন। ঝড়ে দোকানের পাশে থাকা বট গাছ উপড়ে দোকানের উপর পরে যায়। এতে দোকানের ভিতরে থাকা ব্যবসায়ী সুজন বট গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঝড়ে এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আমার অফিসার যায় এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।