ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : || ৮:২২ অপরাহ্ণ ॥ মে ১৭, ২০২৩
কালবৈশাখী ঝড়ে জামালপুরে ইসলামপুরে গাছপালা উপড়ে ঝর হাওয়া তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠানসহ মানুষের বহু বাড়িঘর গাছপালা ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে ইসলামপুরের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝর। এতে ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের শিমুল তলা গ্রামে ডেংগার নুরুল হুদা সিনিয়র আলিম মাদ্রাসার পুরাতন একাডেমিক বিল্ডিং ও টিন সেট ঘর ভেঙ্গেচুর মারসহ শিমুল তলা গ্রামে অর্ধ শতাধিক বাড়ি ঘড় কালবৈশাখী বাতাসে তান্ডবে ক্ষতি সাধিত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিমুলতলা হাসান মাহমুদ দিপুর ঘড় উপড়ে পড়ে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি, এছাড়াও শিমুল তলা বাজারে লাল মিয়া, ইরুমিয়া,আ:জলিল, আক্রামসহ অনেকেরই বাড়ি ঘড় কালবৈশাখী তান্ডবে ক্ষতি সাধিত হয়েছে।
গাছপালা উপড়ে পড়ে রাস্তা চলাচল বন্ধসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
ক্ষতি গ্রস্হ এলাকার মানুষ তাদের ঘড় মেরামতের প্রশাসনের সহায়তা কামনা করেছেন।