ঢাকা বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৪:২৯ অপরাহ্ণ ॥ মে ১৬, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও নবায়ন কার্যক্রম অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে সৈয়দপুর উপজেলা পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
১৫ মে রাতে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে রেলওয়ে জেলা পুলিশ ক্লাবে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আয়োজন ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
এ সময় তিনি বলেন চলতি মাসেই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ এবং নবায়ন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন এবং উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন।
এ সময় উপজেলার ৫টি ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম।
স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, ও ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী, আওয়ামীলীগের অন্যতম নেতা ও সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির নেত্রী আমেনা কোহিনুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ অনেকে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীমের হাতে নবায়নের সদস্য ফরম তুলে দিয়ে এটির শুভ সুচনা করা হয়। এরপর ১৩ জন নেতৃবৃন্দের হাতে সদস্য নবায়ন ফরম তুলে দেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দগন।
পরবর্তীতে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের উপ কমিটির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সদস্য ও নবায়ন ফরম সংগ্রহ করা হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: