সৈয়দপুরে শাখা বাসস্ট্যান্ডে সিএনজির জটলা, প্রতিবাদে এক ঘন্টা বাস ধর্মঘট
ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৮:১৭ অপরাহ্ণ ॥ মে ১৬, ২০২৩
নীলফামারীর সৈয়দপুরে শাখা বাসস্ট্যান্ডে সিএনজি জটলা করায় এক ঘন্টা বাস ধর্মঘট করে শ্রমিক পক্ষ। নীলফামারী জেলা প্রধান বাসটার্মিনাল সৈয়দপুরে ওই ধর্মঘট পালন করা হয়।
১৬ মে সকালে হঠাৎ করে জেলার বিভিন্ন স্থানের সিএনজি চালকরা তাদের সিএনজি নিয়ে সৈয়দপুর ওয়াপদা শাখা বাসস্ট্যান্ডে জড়ো হয়। এরফলে অনেক বাস যাত্রী তাদের সিএনজিতে করে গন্তব্যে যায়। ফলে বাসগুলো পড়ে যাত্রী সংকটে। বিষয়টি নিয়ে শ্রমিকরা মালিক পক্ষের সাথে কথা বলে এক ঘন্টা বাস চলাচল বন্ধ রাখা হয়। এ সময় তারা বাসগুলো টার্মিনালে রেখে প্রতিবাদ জানায়। এ কারণে জেলার সব কটি রুটে বাস চলাচল বন্ধ থাকে। এ সময় দুর পাল্লার অনেক যাত্রী পড়ে ভোগান্তিতে।
এ বিষয়ে নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক নেতা জানান, সকালে ওয়াপদা মোড়ে সিএনজি এসে জড়ো হয়। তাদের কারণে রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে কোথায় দাঁড়াবে স্থান নেই। তাছাড়া সরাসরি শাখা বাসস্ট্যান্ডের পাশে সিএনজির জটলা থাকায় বাস যাত্রী নিয়ে চলে টানাটানি। তাদের স্ট্যান্ড কোথায় হবে তা নির্ধারণ করা নেই। তবে ওয়াপদা মোড়ে তাদের স্ট্যান্ড রাখা যাবে না। এ জন্য আমরা এক ঘন্টা বাস চলাচল বন্ধ রেখে তার প্রতিবাদ জানাই।
পরে তাদের নেতার সাথে কথা বলে এক ঘন্টা পর বাস চলাচল শুরু করে।