বাসাইলে দুইটি রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি জোয়াহের
মাসুদ রানা(টাঙ্গাইল)প্রতিনিধি: || ৯:১২ অপরাহ্ণ ॥ মে ১৬, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলে দুইটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১৬ মে) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল ও গিলাবাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইটি রাস্তার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)।
উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মোসা: রেখা বেগমের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু হানিফ মিয়া, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাউলজানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:রুবেল খান মিঠু।