জামালপুর শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও বাইসাইকেল বিতরণ

জামালপুরে বিশেষ এলাকার জন্য উন্নত সহায়তা বিষয়ক প্রকল্প ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষাবৃত্তি, ট্যাব ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৬ মে সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিবরণ কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটলস লরেন্স চিরান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষাবৃত্তির ও বাইসাইকেল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় ৯১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯৮ জনকে ট্যাব, ৭০ জন নৃ গোষ্ঠীর শিক্ষার্থীকে ২ লক্ষ ৮৮ হাজার টাকা ও ১০ জন বালিকাকে অধিবাসী তাদেরকে আমরা বাইসাইকেল বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *