সৈয়দপুরে ঈদগাহ মাঠে মেলা জনমনে ক্ষোভ
ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৬:২৬ অপরাহ্ণ ॥ মে ১৫, ২০২৩
নীলফামারীর সৈয়দপুরে একটি ঈদগাহ মাঠে অবৈধভাবে করা হচ্ছে মেলার আয়োজন। ইতিমধ্যে ওই মাঠের বিভিন্ন স্থান গর্ত করে নির্মাণ করা হচ্ছে দোকানপাট।
এটি করা হচ্ছে শহরের ফাইভ স্টার মাঠে। যে মাঠে ঈদের নামাজ আদায় করে মানুষ।
কিসের সাহায্য ওই মেলার আয়োজন এবং কারা এ মেলা করছে তা রয়েছে আঁড়ালে।
এলাকার সচেতন মহল বলছেন,ওই মাঠে শহরের বিভিন্ন স্থানের ছেলেরা বিকেলে খেলাধুলা করে। তাছাড়া ঈদের নামাজ আদায় করা হয় ওই মাঠে। হঠাৎ করে ওই মাঠে ফেলা হচ্ছে ইট। মাঠ কেটে তৈরী করা হচ্ছে দোকান।
এলাকার বাসিন্দারা বলেন,আসছে ঈদ উল আযহা। এ সময় মাঠে মেলা। মাঠ গর্ত করে তোলা হচ্ছে দোকান। এক কথায় মাঠের বারো অবস্থা।
বর্ষায় মাঠের গর্ত স্থানে পানি জমে থাকবে। তখন কাঁদা পানিতে কিভাবে এলাকার লোকজন ঈদের নামাজ আদায় করবে। এমন প্রশ্ন সবার মুখে মুখে।
দ্রব্য মুল্যের উর্ধগতির বাজারে এ মেলা সচেতন মহল ভাল চোখে দেখছেন না।
মেলার মাঠটি রেলওয়ের। এ মাঠটিতে কোন কিছু করতে হলে অনুমতি নিতে হয় রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়কের।
এ ব্যাপারে কারখানার ডিএস সাদেকুর রহমান এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় অনুমতির বিষয় জানা যায়নি।
এদিকে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কোজ ঘোষ এর সাথে কথা হলে তিনি জানান,মেলার কোন ধরনের অনুমতি দেয়া হয়নি।
পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, মেলার ব্যাপারে আমি কোন কিছু জানি না।
এলাকার কাউন্সিলর বেলাল আহমেদ বলেন তিনিও মেলার বিষয়ে জানেন না কোন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নীলফামারী জেলা শাখার কার্যনির্বাহী সভাপতি ওবায়দুল ইসলাম জানান, ঈদগাহ মাঠে মেলা করা ঠিক না।
তাছাড়া কিসের সাহার্যার্থে ওই মেলার আয়োজন তাও পরিস্কার নেই। তিনি ওই মেলার অনুমতি না দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।