শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামুলক কর্মশালা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৫:৫৭ অপরাহ্ণ ॥ মে ১৫, ২০২৩
শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামুলক কর্মসুচি এবং উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতামুলক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার শাখার আয়োজনে আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্স হলে এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ( ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, পুলিশ পরিদর্শক ( অপারেশন) ফজলুল হক প্রমুখ।
কর্মশালয় নিরাপদ খাদ্য বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্হাপন করেন মৌলভীবাজারের নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায়।
কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, হোটেল মালিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, পুলিশ, স্বাস্হ্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৬০ জন অংশগ্রহন করেন।