পঞ্চগড়ে ভেজাল খাদ্য প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি || ৬:১৫ অপরাহ্ণ ॥ মে ১৫, ২০২৩
পঞ্চগড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভেজাল খাদ্য প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের আয়োজনে এবং গেøাসি মিডিয়ার বাস্তবায়নে ওই কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এস এম শরীফ আফজাল, মেডিকেল অফিসার (রোগতত্ব) ডা. মো. তৌহিদুল ইসলাম ভ‚ঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর দুলাল হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহমুদুল কবির প্রমূখ। কর্মশালায় শিক্ষক, ব্যবসায়ী নেতা, হোটেল মালিক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।