ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নোয়াখালীতে মোবাইল কোর্টে হাসপাতালে অর্থদন্ড

মোহাম্মদ আমান উল্যা: || ৯:০০ অপরাহ্ণ ॥ মে ১৫, ২০২৩

নোয়াখালীর চাটখিল পৌর শহরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হাসপাতাল ও ডায়াগনেষ্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মে ২ প্রতিষ্ঠান ও ফুটপাতের ৩ দোকানদারকে জরিমানা করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল বাজারের নরলাম ডেলিভারি হাসপাতালের বিএমডিসির নন রেজিষ্টার্ড ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদানে দায়ে ১৯৮২ অধ্যাদেশ মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী আইনে অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও ডা: নুর হোসেন পলাশ ডাক্তার না হয়ে চিকিৎসা দেওয়ায় তার চেম্বারে অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার ব্যানার, ডাক্তারি প্যাড, ভিজিটিং কার্ড জব্দ করে এবং নোভা ডায়াগনেষ্টিক সেন্টারসহ অন্যান্য প্রতিষ্ঠানকে সর্তক বার্তা দেওয়া হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমানের রাস্তায় যাতায়াতে জনদুর্ভোগ সৃষ্টি করায় ফুটপাতে পান দোকান, আনারস দোকান ও ফুসকা দোকানদারদের প্রত্যেককে ২ শত টাকা করে অর্থ দন্ড দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, সকল অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার কার্যে সহযোগিতায় ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শহিদুল ইসলাম নয়ন, স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম, থানার এএসআই মজিবুল হকসহ পুলিশ সদস্যরা ও উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক