ত্রিশালে চা স্টলে টেলিভিশন বন্ধে থানা পুলিশের অভিযান
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি || ১০:২৪ অপরাহ্ণ ॥ মে ১৪, ২০২৩
ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সকল চা স্টলে টেলিভিশন না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন। পাশাপাশি টেলিভিশন বন্ধে অভিযান ও পরিচালনা করা হচ্ছে। এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় ওসি মোহাম্মদ মাইন উদ্দিনকে সকল শ্রেণি পেশার লোকজন ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।
ওসি মাইন উদ্দিন এর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সতর্ক বার্তা দেওয়ার পর পোষ্টটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। পোস্ট কমেন্টে হাজার হাজার মন্তব্যকারী এমন মহতি উদ্যোকে যুব সমাজ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন। আবার ওই লেখাটি কপি পেস্ট করে পোস্টও করা হয়েছে অসংখ্য বার। অন্যদিকে বিভিন্ন জনের পোস্ট করা ওই সতর্ক বার্তাটি শেয়ার করেও খবরটি পৌঁছে দেওয়া হয়েছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। জানাযায়, চা স্টলগুলোতে রাতদিন টেলিভিশন প্রদর্শন করার কারণে উঠতি বয়সী যুবসমাজ সহ লোকজন তাদের পরিবারের সদস্যদেরকে সময় না দিয়ে চা স্টলে আড্ডা দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মন্তব্যকারি লিখেন, এই প্রথম এমন ভালো কাজে অগ্রসর দেখেছি, ওসি সাহেবের এমন কাজ দেখে আমাদের অনেক ভালো লেগেছে। এলাকার সচেতন মহল অনেক খুশি। আরেকজন লিখেন, এমন ওসি আগে কখনও আমরা পাইনি, সত্যি তিনি একজন মহৎ কাজ করেছেন। আমরা চাই পুলিশের সচেতনতার অভিযান অব্যাহত থাকুক।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ওসি মাইন উদ্দিন যোগদান করার পর থেকে ত্রিশালের আইন শৃঙ্খলা ভাল, তার বিভিন্ন সামাজিক কর্মকান্ড চোখে পড়ার মতো। আজকে যে অভিযানটি শুরু করেছেন এতে করে অনেকটাই অপরাধ কমে আসবে।
উপজেলা আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম হাবিবুর রহমান খাঁন বলেন, ওসি মাইন উদ্দিনের কার্যকলাপ ত্রিশালে স্বরনীয় হয়ে থাকবে।
ত্রিশাল পৌর মেয়ের এবিএম আনিসুজ্জামান বলেন, নিশ্চয় একটি মহৎ কাজ। এ কাজের জন্য পুলিশের সদস্যদের কে ধন্যবাদ জানাই।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন জানান, এইসব চা দোকান গুেেলাতে টেলিভিশন প্রদর্শনের ফলে উঠতি বয়সের ছেলে, যুবকসহ বিভিন্ন লোকজন অহেতুক বসে বসে আড্ডা দেন। উঠতি বয়সের ছেলেরা, যুবকরা বসে বসে মোবাইলে বিভিন্ন অনলাইন জুয়া খেলে। আইপিল খেলা দেখে আর বাজি (জুয়া) ধরে। বাজিতে হেরে টাকার সমস্যা হলে অনেক দোকানদার লাভে টাকা বিনিয়োগ করে থাকে।এতে ব্যাক্তিগত ও পারিবারিক ভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হচ্ছে।