বাউফলে ঘুর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ঘূর্নিঝড় প্রস্তুতিমূলক সভায় ঘুর্ণিঝড় মোখার মোকাবিলায় কি করনীয় সে বিষয় বক্তব্য রাখেন,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার মো. আল আমিন। তিনি বলেন,ঘূর্নিঝড় মোখার আঘাত থেকে জান ও মালের নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। উপজেলায় ১৪০টি আশ্রায়ন কেন্দ্র প্রস্তত করে রাখা হয়েছে ।
উপজেলার ১৫ টি ইউনিয়নের সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন প্রস্তুত রাখা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি করা হয়েছে। ইউনিয়নে ইউনিয়নে সেচ্ছাসবক দল গঠন করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে গঠন করা হয়েছে ১৫ টি মেডিকেল টিম। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেগুলোতে চিকিৎসাসেবা দিবেন তারা। বিদ্যুত সরবারহ সচল রাখার জন্য পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সার্বক্ষনিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য খোলা হয়েছে কন্ট্রলরুম।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.বায়েজিদুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মোশারেফ হোসেন খান,উপজেলা সমাজসেবা অফিসার মো.মনিরুজ্জামান,প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অবঃ)মো.আমিরুল ইসলাম ,পল্লীবিদ্যুৎ বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.মুজিবুর রহমান চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা, সাংবাদিকবৃন্দ,ফায়ার সার্ভিস কর্মীরা।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *