ঢাকা মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ফুলবাড়ি সিমান্তে ১৪টি স্বর্নের বার সহ-এক চোরাচালানকারী আটক

উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: || ১২:০০ পূর্বাহ্ণ ॥ মে ১৩, ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪টি স্বর্নের বার সহ-এক পাচারকারী যুবককে কে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) টহল দল।

বর্ডার গার্ড বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, শুক্রবার ১২(মে) দুপুরের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলিয়ার নং ৯৪৩ এর পাশ থেকে কাশিপুর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১৪টি স্বর্ণের বাস সহ এক পাছারকারী যুবককে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আটক পাচারকারী যুবক হলেন কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩২)

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আখন্দ ১৪টি স্বর্ণের বার সহ এক পাচারকারী যুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক