পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইল চেয়ার বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি || ৯:৩৩ অপরাহ্ণ ॥ মে ১৩, ২০২৩
পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্নদের (শারিরীক প্রতিবন্ধীদের) মাঝে ৫৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ মাঠে বেসরকারী ইলেকট্রনিক্স (এলজি) কোম্পানীর বাংলাদেশ ব্রাঞ্চের সহযোগিতায় ও সেচ্ছাসেবী সংগঠন ‘(ক্রিয়েটিং স্মাইল) আমরাই করবো জয়’ সংগঠনের আয়োজনে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মকবুলার রহমান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটি ইলেকট্রনিক্স কোম্পানীর (এলজি) বাংলাদেশ ব্রাঞ্চের হেড অফ কর্পোরেট ব্র্যান্ডিং মাহমুদুল হাসান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ-২০২৩ অ্যাম্বাসেডর আব্দুল্লাহ রনি, ‘(ক্রিয়েটিং স্মাইল) আমরাই করবো জয়’ সংগঠনের সভাপতি বাবলুর রশিদ বাবলু, রোভার স্কাউটস পঞ্চগড় জেলার সিনিয়র রোভারমেট প্রতিনিধি সোলাইমান আলী প্রমুখ। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ কয়েকজন স্বেচ্ছাসেবী সংগঠকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া আয়োজকের পক্ষ থেকেও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা বিশেষ চাহিদা সম্পন্নদের (শারিরীক প্রতিবন্ধীদের) মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।