নাইক্ষ্যংছড়িতে টমটম চালককে হত্যা
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধি: || ৬:০৫ অপরাহ্ণ ॥ মে ১৩, ২০২৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ছুরি আঘাতে জুহুরুল আলম (৩৫) নামের এক টমটম চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩মে)ভোরে নাইক্ষংছড়ি ঘুমধুম তুমব্রু পশ্চিম কুল এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
জুহুরুল আলম ঘুমধুমের খিজারীঘোনা এলাকার আবদুর রহমান( প্রকাশ) খুইল্যা মিয়ার ছেলে। পেশায় তিনি মিনি টমটম চালক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নিয়ে যাওয়া হয়। কারা এবং কি কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা বের করতে মাঠে কাজ