ভালুকায় ২৫টি গাঁজার গাছসহ আটক ১

ময়মনসিংহের ভালুকায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে পুলিশের হাতে আটক হলেন ময়মনসিংহের ভালুকার পাঁচ-গাঁও গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোতা মিয়া (৪০)।

বসত ভিটায় লাউ গাছের আড়ালে অভিনব কায়দায় এই গাঁজার চাষ করতেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০মে) বিকালে উপজেলার পাঁচ-গাঁও এলাকার তোতা মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ২৫টি গাঁজার গাছ সহ তাকে আটক করা হয়।

আটক তোতা মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠায় পুলিশ।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় ভালুকা মডেল থানার এস.আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই গোলাম মাওলা, এসআই আশরাফ, এসআই নূর কাশেম একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *