ভালুকায় নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুুষ্টিত
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি- || ১:১৪ অপরাহ্ণ ॥ মে ১১, ২০২৩
ভালুকা উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুুষ্টিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত ইউএনও মোঃ এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি সরক্ষিত মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভালুকা পৌরসভা মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশীদ,সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, ভালুকা মডেল থানা ওসি মোঃ কামাল হোসেন,মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আকরাম হোসেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মতিউর রহমান,ট্রাফিক ইন্সপেক্টর সোহেল আহম্মেদ,ভারাডোবা হাইওয়ে থানা ওসি রিয়াদ মাহম্মুদ প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।