তামাক ব্যবহারে দেশে প্রতিবছরে ১লক্ষ ৬১হাজার মানুষের মৃত্যু
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৩:৩০ অপরাহ্ণ ॥ মে ১১, ২০২৩
বাংলাদেশে প্রতি বছর তামাক ব্যবহারজনিত রোগে প্রায় ১ লক্ষ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করে। পাশাপাশি তামাক ব্যবহারজনিত কারনে প্রতিবছর দেশে পঙ্গুত্ব বরণ করেন প্রায় ৫ লক্ষ মানুষ। ধারণা করা হচ্ছে, ২০৩০ সাল নাগাদ প্রতি বছর বিশে^ তামাকের কারণে ১ কোটি লোক মারা যাবে, এর মধ্যে ৭০ লক্ষই বাংলাদেশের মতো তৃতীয় বিশে^র মানুষ। আগামী ৩০ বছরে বিশ^ব্যাপী তামাকজনিত মহামারীর ফলে ২৫ কোটি শিশু-কিশোর-কিশোরীর অকাল মৃত্যু ঘটবে। ২০১৭ সালের গেøাবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভেতে দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ মানুষ তামাক ব্যবহার করে। বিশ^ স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট মৃত্যুর শতকরা ৬৭ ভাগই ঘটছে অসংক্রামক রোগের জন্য। যার মাঝে ৩০ ভাগ হৃদরোগে, ১২ ভাগ ক্যান্সারে, ১০ ভাগ ফুসফুসের রোগে এবং ৩ ভাগ ডায়াবেটিসের জন্য। অসংক্রামক রোগসমূহের অন্যতম প্রধান কারণ তামাকজাত দ্রব্যের ব্যবহার।
শ্রীমঙ্গলে তামাক ও মাদক প্রতিরোধের মাধ্যমে ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়সমুহের শিক্ষার্থীদের অংশগ্রহনে ইয়ুথ লিডার্স কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এÐ ওয়েলবিংয়ের তত্বাবধানে ও স্বাস্থ্য সুরক্ষা ফাউÐেশনের আয়োজনে এবং টোবাকো ফ্রি’র সহযোগীতায় এই ইয়ুথ লিডার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এÐ ওয়েলবিংয়ের সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
কনফারেন্সে মাদকের অপব্যবহার, কুফল প্রভৃতি বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোকপাত করেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের এডভোকেসি ম্যানেজার (ঢাকা) মো. আতাউর রহমান মাসুদ। আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সুরক্ষা ফাউÐেশনের (ঢাকা) পরিচালক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক ডা. নিজাম উদ্দিন আহমদ।
বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের যৌথ আয়োজনে ২০১৬ সালের ৩০-৩১ জানুয়ারী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘দক্ষিন এশিয়ার স্পীকারদের শীর্ষ সম্মেলন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। উক্ত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, আফগানিস্থান, শ্রীলংকা, ভ‚টান ও মালদ্বীপের স্পীকারগন এবং উল্লেখযোগ্যসংখ্যক সংসদ সদস্যগণ যোগদান করেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে ২০৪০ সালের মধ্যে তামকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা প্রদান করেন যা কোন রাষ্ট্রপ্রধান হিসেবে বিশে^ প্রথম ঘটনা।
পরে শ্রীমঙ্গল উপজেলার ৩৩টি মাধ্যমিক প্রতিষ্ঠানের ৪০০ ছাত্র-ছাত্রী, শিক্ষক কনফারেন্সে অংশগ্রহন করে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন।