কাহালুতে আনুষ্ঠানিক ভাবে চোরাবালি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
হারুনুর রশিদ, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৬:২৮ অপরাহ্ণ ॥ মে ১১, ২০২৩
বৃহস্পতিবার দুপুরে কাহালু অডিটোরিয়াম হল রুমে আনুষ্ঠানিক ভাবে চোরাবালি কাব্য গ্রন্হ বইয়ের মোড়গ উম্মোচন করা হয়।
নিউজ কর্নার পাবলিকেশন এর প্রকাশনায় মোহাম্মদ মুকুল হোসেন রচিত ৪৮ পাতার কাব্য গ্রন্থের মূল্য রাখা হয়েছে দুইশত টাকা।
মোড়গ উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়গ উম্মাচন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা অফিসার শামীম ইকবাল, সাইদা রহমান, আবু রায়হান দীপা রায় প্রমুখ।চোরাবালি গ্রন্থের রচয়িতা, বান্দাই খাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুকুল হোসেনের দ্বিতীয় কাব্য গ্রন্হ।তিনি এর আগে ফুটন্ত কুড়ি কাব্য গ্রন্থের রচনা করেন।