বাউফলে বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু!

পটুয়াখালীর বাউফলে বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইয়ামিন হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বগা-বাউফল মহাসড়কের হোগলা দীনিয়া মাদ্রাসার দক্ষিন পাশে এ ঘটনা ঘটে। ইয়ামিন ওই মাদ্রসার ইয়াজদাহোম শ্রেণির (প্রথম শ্রেণি) ছাত্র ও উপজেলার কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের জাকির হোসেনের ছেলে। জাকির হোসেন পেশায় একজন ট্রলি চালক।
মাদ্রাসা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,আজ বুধবার ছিল ইয়ামিনের কোরআন মৌখিক পরীক্ষা। বেলা ১১টার দিকে ইয়ামিন পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হলে তার বাবার সঙ্গে দেখা হয়। এ সময় বাবা জাকির হোসেন ছেলেকে দেখে বলেন,চলো আব্বা তুমি আমি একই সঙ্গে বাড়ি যাই এই বলে ছেলেকে কোলে তুলে তার পশে বসায়। ট্রলিটি কিছু সময় চলার পড়ই বাম পাশের সামনের চাকা সড়কের খাদে পরে গেলে গাড়ি থেকে ছিটকে নিচে পরে যায় ইয়ামিন। বাবা জাকির হোসেন ছেলে পরে যাওয়া খেয়াল করতে না পেরে গাড়ি সামনের দিকে টান দিলে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানে নিহত হন ইয়ামিন।
ইয়ামিনের বাবা জাকির হোসেন বলেন,দুই ছেলে এক মেয়ের মধ্যে ইয়ামিন সবার ছোট। ছেলেটি রোদের মধ্যে এই গরমে হেটে বাড়ি যাবে। এই ভেবে ওকে আমি গাড়িতে তুলি। কিন্তু মুহুর্তের মধ্যে কি হতে কি হলে গেলে। আমার ছেলের মৃত্যু আমার হাতেই। এই বলে আঝোরে কান্না করতে ছিল।
ঘটনার সত্যতা শ্বিকার করে বাউফল থানার (ওসি) তদন্ত মো.মিজানুর রহমান বলেন.খুবই দুঃখজনক ঘটনা।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত ইয়ামিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *