নীলফামারীর সৈয়দপুরে এমপি আহসান আদেলুর রহমান আদেল এর আমন্ত্রণে শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ মে শহরের সুলতান নগরে ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্ট এ ওই মতবিনিময় সভার আয়োজন ছিল।
সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী – ৪ সৈয়দপুর ও কিশোরগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল। ওই মতবিনিময় সভায় যোগ দেন বিশ্ব ব্যাংকের ৫ সদস্যের প্রতিনিধি দল।
এতে অংশ নেয় শহরের ক্ষুদ্র,মাঝারি এবং বৃহৎ বিভিন্ন শিল্প উদ্যোক্তা শতাধিক নারী ও পুরুষ। পাশাপাশি ছিলেন সৈয়দপুর প্রেসক্লাবের সহসভাপতি এম এ করিম ও সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা।
এ সময় প্রধান অতিথি সাংসদ আহসান আদেলুর রহমান আদেল বলেন,সৈয়দপুর একটি ছোট ঘনবসতিপূর্ণ শহর। এ শহরটি ছোট হলেও অর্থনৈতিকভাবে এর গুরুত্ব অপরিসীম। এখানে দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা, বিমানবন্দর, ব্রিগেড সমান সেনানিবাস,রেলওয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়,রেলওয়ে জেলা বেতার কেন্দ্র, প্রথম শ্রেণীর পৌরসভাসহ অনেক কিছু।
এ শহরে রয়েছে ঘরে ঘরে হাজার শিল্প কলকারখানা। ছোট ছোট ওই কারখানা গুলোতে কাজ করছে নারী পুরুষরা। তাদের তৈরী বিভিন্ন পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা হয়ে থাকে। রেল কারখানার বিভিন্ন ট্রেডের অবসরপ্রাপ্ত দক্ষ শ্রমিকরা আজ বসে আছে। তাদেরকে কাজে লাগাতে হবে। পোষাক কারখানার শ্রমিকরা স্বল্প মজুরীতে কাজ করছে। কারুপণ্য, পার্লার,খামারী,টেইলারিং, কৃষি,শিল্প বাঁচাতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করে টিকে রাখতে হবে। প্রশিক্ষণ দিয়ে দক্ষ কারিগর গড়ে তুলতে হবে। তাহলে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন হবে। আর এদেরকে সাপোর্ট দিতে পাশে থাকবে বিশ্ব ব্যাংক। তিনি আরো বলেন সৈয়দপুরকে ঘিরে অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে তাঁর।
এ বক্তব্য বলেন, জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব জয়নাল আবেদীন, পৌর শাখার আহবায়ক কাজী ময়নুল ইসলাম, উপজেলা শাখার সদস্য সচিব জি এম কবীর মিঠু,নারী উদ্যোক্তা জেসমিন,শাকিলা,আঁখি,শিল্প উদোক্তা আলতাফ হোসেন,আমিনুল ইসলাম,সেকেন্দার আলিসহ অনেকে।