ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

ভোলায় চোরাই মোটরসাইকেলসহ টিভিএস শো-রুম কর্মচারী আটক

ভোলা প্রতিনিধি\ || ১১:১৫ অপরাহ্ণ ॥ মে ৯, ২০২৩

ভোলার চরফ্যাশনে চোরাই মোটরসাইকেলসহ মো. ফাইজুল ইসলাম সাইমুন (২০) নামের টিভিএস শো-রুমের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) চরফ্যাশন থানা পুলিশ সূত্রে এ তথ্য গণমাধ্যমে জানানো হয়। এর আগে গতকাল ৮ মে পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকা থেকে চরফ্যাশন থানা পুলিশের একটি চৌকস টিম তাকে আটক করে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত টিবিএস এপাসি ৪ভি মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত মো. ফাইজুল ইসলাম সাইমুন চরফ্যাশন পৌর ৬ নং ওয়ার্ডের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন বলেন, জনৈক রায়হানের ব্যবহৃত টিবিএস এপাসি ৪ভি মডেলের একটি মোটরসাইকেল গত ৮ মে চরফ্যাশন বাজার হইতে চুরি হয়। রায়হান বাদী হয়ে চরফ্যাশন থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি চুরি মামলা দায়ের করেন।
চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরকে আটকে গতকাল ৮ মে মামলার তদন্তকারী কর্মকর্তা চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) প্রবোধ দাস সঙ্গীয় ফোর্সসহ চরফ্যাশন পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলসহ চরফ্যাশন টিভিএস শো-রুমের কর্মচারী ফাইজুল ইসলাম সাইমুনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী চোর চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের সনাক্তপ‚র্বক আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: