ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোনীত হলেন-সোহাগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি || ১২:৩৬ পূর্বাহ্ণ ॥ মে ৯, ২০২৩
ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোনীত হলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাজী মাহমুদুল হাসান সোহাগ।
ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল ও সাধারণ সম্পাদক তানজীর আহম্মেদ রাজীব এর যৌথ স্বাক্ষরে সোমবার(৮মে) বিকালে ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
পূর্ণঙ্গ ওই কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব জাকির হোসেন শিবলী ও সাধারণ সম্পাদক হিসেবে কে বি এম আসাদুজ্জামান সানা রয়েছেন ।
জানা যায়, ১৯৮৪ সালে জন্মগ্রহণ করা সোহাগ স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। উপজেলা ছাত্রলীগের সদস্য ও সাধারন সম্পাদক উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন সোহাগ । তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
সহ-সভাপতির পদ পাওয়ার অনুভূতিতে সোহাগ এই প্রতিবেদক বলেন, ‘বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, আওয়ামী লীগ মানে মুক্তি, শেখ হাসিনা মানে শক্তি’ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছিলাম। স্বেচ্ছাসেবক লীগ এদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। সেইসাথে ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল ও সাধারণ সম্পাদক তানজীর আহম্মেদ রাজীব ভাইদের প্রতি কৃতজ্ঞ।