বাগেরহাটের কচুয়ায় ৩দিন ব্যাপী “ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলা -২০২৩” শুরু হয়েছে। “ক্লাইমেট-স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার।
কচুুয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: তাসলিমা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মামুনূর রশিদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া কৃষি সম্প্রসারন কর্মকর্তা আশছাকুর রহমান, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন অঞ্চলের কৃষকবৃন্দ। মেলায় ১৫টি স্টলে উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও “ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শণ করেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ মেলার সকল স্টল পরিদর্শন করেন।