বাউফলে বন কর্মকর্তার কার্যালয়ে একই পদে দুই জন

পটুয়াখালীর বাউফলে ৫মাস যাবত উপজেলা বন কর্মকর্তার কার্যালয় একই পদে দুই কর্মকর্তা ।
জানা গেছে,গত নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঝালুকাঠি থেকে মো.বদরুলজ্জামান সোহাগ বদলি হয়ে বাউফল উপজেলা বন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদান করার ভারপ্রাপ্ত বন বর্মকর্তা কে,এম ফিরোজ কবীর দায়িত্ব বুঝে না দেওয়ায় বর্তমান বন বর্মকর্তা বদরুলজ্জামান সোহাগ দায়িত্ব পালন করতে পারছেন না। অথচ মাসিক বেতন ৫ মাস ধরে দুইজনেই বাউফল থেকে উত্তোলন করছেন।
এব্যাপারে ভারপ্রাপ্ত বন বর্মকর্তা কে,এম ফিরোজ কবীরের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন,এটা কোন নিউজ।
সদ্য যোগদানকৃত উপজেলা ভারপ্রাপ্ত বন বর্মকর্তা মো. বদরুলজ্জামান সোহাগকে বাউফল অফিসে না পেয়ে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি সত্যতা স্বাীকার করে বলেন, কে,এম ফিরোজ কবীর চলতি মাসের (মে) ১৫ তারিখ দায়িত্ব বুঝে দিবেন। এখন তিনি পটুয়াখালী জেলা বন কর্মকর্তার কার্যালয় থাকেন।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আল আমিন বলেন,শুনেছি ভারপ্রাপ্ত বন বর্মকর্তা ফিরোজ কবীর বদলি হয়েছে। দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার কারন জানিনা। বিষয়টি দেখতেছি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *