বাউফলে অবৈধ কারেন্ট জালসহ দুই জেলে গ্রেপ্তার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি || ৫:৪৮ অপরাহ্ণ ॥ মে ৭, ২০২৩
পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে মো. মনির হোসেন (৪০) ও মো. মোখলেচুর রহমান (২৫) নামে দুই জেলেকে গ্রেপ্তার করেছে কালাইয়া নৌ পুলিশ।
গত শনিবার(৬ এপ্রিল) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চরফেডারেশন পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা ৫শ মিটার কারেন্ট জাল। গ্রেপ্তারকৃত জেলেরা পাশ্ববর্তী দশমিনা উপজেলার বাশঁবাড়িয়া গ্রামের বাসিন্দা।
কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্য পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে কিছু অসাধু জেলেরা। বিষয়টি সোর্সের মাধ্যমে জেনে নদীতে অভিযান চালানোর সময় এই দুই জেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জেলের নামে বাউফল থানায় মামলা দিয়ে আজ রবিবার সকালে ওই দুই আসামীকে আদালতে সোপর্দ কর হয়।