বগুড়ার কাহালুতে ইরী/বোরো মৌসুমে ৩০ টাকা কেজি দরে ১ হাজার ৩৭৯ মেঃ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৩ হাজার ৮৫০ মেঃ টন চাল ক্রয়ের লক্ষ্যনিয়ে গত রোববার খাদ্য গুদাম চত্বরে ক্রয়ের উদ্বোধন করা হয়।
ফিতা কেটে ক্রয়ের উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন কাহালু পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নœান,উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খান মুনসুর, ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, কাহালু প্রেসক্লাব সভাপতি ইউনূস আলী টনি খাদ্য পরিদর্শক (খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ) মোনোয়ারুল ইসলাম প্রমুখ। কৃষি অফিসের দেওয়া তথ্য মতাবেক লটারীর মাধ্যমে কৃষকদের নিকট হতে ধান ও মিলারদের নিকট হতে চাল ক্রয় করা হবে ৩১ আগষ্ট/২৩ পর্যন্ত। বিষয়টি খাদ্য পরিদর্শক মোনোয়ারুল ইসলাম নিশ্চিত করেন।