মেডিকেল এসোসিয়েশন সৈয়দপুর শাখার পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত
ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৭:২৭ অপরাহ্ণ ॥ মে ৬, ২০২৩
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ মেডিকেলএসোসিয়েশন সৈয়দপুর শাখার উদ্যোগে পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। ৪ মে এটির আয়োজন ছিল সৈয়দপুর রেলওয়ে অফিসার ক্লাবে।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), সৈয়দপুর শাখার উদ্যোগে নিজেদের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ওই পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ সৈয়দপুর শাখার সভাপতি ডাঃ মাহবুবুল হক দুলাল। এতে স্বাগত বক্তব্য বলেন বিএমএ সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আনিসুল হক। এতে অংশ নেয় বিএমএ সৈয়দপুর শাখার শাখার সদস্যবৃন্দ।
এ সময় চিকিৎসক এবং চিকিৎসকদের সন্তানের মধ্যে খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এরপর সবাইকে নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএমএ সৈয়দপুর শাখার সদস্য ডাঃ মেহেজাবিন মজিদ মুমু ও ডাঃ তৌহিদা রিয়া।
অনুষ্ঠানে ক্যামেরার দ্বায়িত্বে ছিলেন ডাঃ বাধন রায়। র্যাফেল ড্র টিকিট বিতরণের দ্বায়িত্বে ছিলেন ডাঃ অমল চন্দ্র রায়।