পাইকগাছায় ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক। বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি সরকার, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, এমআর মন্টু, প্রমথ রঞ্জন সানা, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউর জামান ও মাজহারুল ইসলাম মিথুন।
অনুষ্ঠানে বক্তারা “সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবীর দ্রুত বাস্তবায়ন চান”।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১-৭ মে কেন্দ্রীয় ভাবে দেশব্যাপি ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে।