শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৪১ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল্লাহ (৩৫) এবং মোঃ ফারুক হোসেন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গল থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান অফিসার ফোর্সের সহায়তায় গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের অন্তর্গত গাজীপুর (আটঘর) এলাকায় আটককৃত মোঃ আব্দুল্লাহ এর ভাড়াটিয়া বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এসময় আটককৃত আব্দুল্লাহর হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আব্দুল্লাহ শ্রীমঙ্গলের গাজীপুর (আটঘর) গ্রামেত মৃত নূরুল হকের ছেলে।
এ ঘটনার শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু হয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে আরো ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে শ্রীমঙ্গল থানা সুত্র জানায়।
শ্রীমঙ্গল থানার অপর এক অভিযানে এসআই মোঃ রফিকুল ইসলাম অফিসার ফোর্সের সহায়তায় আজ শুক্রবার শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকায় আটককৃত ব্যক্তি মোঃ ফারুক হোসেন এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।
আটককৃত মোঃ ফারুক হোসেন শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে।
ফারুক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে পুলিশ জানিয়েছে।