ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বিদেশি পিস্তল, ম্যাগজিন, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি।। || ৬:১৫ অপরাহ্ণ ॥ মে ৫, ২০২৩

লালমনিরহাটে বিদেশি পিস্তল, গুলি, ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ মে) বিকেলে হাতীবান্ধা উপজেলার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল (এসপি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ভোররাতে হাতিবান্ধার নওদাবাস ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (২৮) উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আব্দুল গফুরের ছেলে।

হাতীবান্ধা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলাধীন নওদাবাস ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (২৮) কে আটক করা হয়।

পরে তার শরীর তল্লাশী করে ৭.২৫ একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা বুলেট, একটি ম্যাগজিন ও ১৭৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধার বি সার্কেল (এসপি) ফরহাদ ইমরুল কায়েস সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া শেষ হলে লালমনিরহাট আদালতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com