ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাটোরের নর্থ বেঙ্গল চিনি কলে গণহত্যা দিবস পালন

নাটোর প্রতিনিধি।। || ৫:৫৫ অপরাহ্ণ ॥ মে ৫, ২০২৩

৫ মে নাটোরের লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল চিনি কলে গণহত্যা দিবস। দিবসটি পালনে চিনি কল কতর্ৃপক্ষ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে নর্থ বেঙ্গল চিনি কলের শহীদ সাগর চত্বরে শহীদদের স্মৃতির স্তম্ভে পুস্প স্তবক অর্পণ করা হয়। পরে সেখানে আয়োজন করা হয় এক কোআন খানি,আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক আনিসুল আজমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা লীলি. নর্থ বেঙ্গল চিনি কলের তৎকালীন প্রশাসক শহীদ লেঃ আনোয়ারুল আজিমের ছোট ছেলে ডাঃ আনোয়ারুল ইকবাল, শহীদ গুলজার হোসেন তালুকদারের বড় ছেলে শাহীন আল হাসান, আবুল হাশেমের ছেলে কৃষিবীদ আবুল খায়েরসহ অন্যান্যরা। এসময় শহীদ পরিবারের সদস্যবৃন্দ,মিলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে পাকসেনা ও তাদের দোসর রাজাকাররা নাটোরের গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল দখল করে। পরবর্তীতে তৎকালীন মিলের জিএম লেফট্যানেন্ট আনোয়ারুল আজিমসহ মিলের কর্মকর্তা-কর্মচারীসহ অন্তঃত দেড়শ’ জনকে মিলের অফিসার্স কোয়ার্টারের পুকুর ঘাটে নিয়ে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করায় হানাদারের পাকবাহিনী। এরপর তাদের মেশিনগানের গুলিতে মুহূর্তের মধ্যে পুকুর ঘাট লাশের স্তুপে পরিণত হয়। স্বাধীনতার পর শহীদদের শ্রদ্ধা জানাতে ওই পুকুরটির নামকরণ করা হয় শহীদ সাগর।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক