ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নবাগত ইউএনও’র যোগদানে উৎফুল্ল ভালুকাবাসী

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি- || ১১:৫৫ অপরাহ্ণ ॥ মে ৫, ২০২৩

মানবিক ইউএনও সালমা খাতুন’র বদলীজনিত কারনে ভালুবাসীর মনে কষ্টের দাগ কাটলেও নবাগত ইউএনও মোঃ এরশাদুল আহমেদ’র যোগদানে তাঁর কাজে মানুষের মনে উৎফুল্ল বিরাজ করতে শুরু করছে।
দায়িত্ব গ্রহনের পরই নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের পূর্নবাসিত পরিবারসমূহ পরিদর্শন করেন।
এ সময় তিনি আশ্রয়ন প্রকল্পের পূর্নবাসিত পরিবারের সদস্যদের সমস্যা এবং অসঙ্গতির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং তা সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ নবাগত ইউএনও মোঃ এরশাদুল আহমেদ ৩ এপ্রিল ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করলেও গত ২মে আনুষ্ঠানিকভাবে ভালুকা উপজেলায় নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহন করেন।
তিনি সরকারি কর্মচারী হিসেবে তাঁর উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।

বিদায়ী ইউএনও সালমা খাতুন ভালুকায় যোগদান করে কর্মকালীন সময়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার এবং ২০২২-২৩ সালে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। গত ২মে ছিল ভালুকায় তাঁর শেষ কর্মদিবস।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com