কুড়িগ্রামের ফুলবাড়িতে, বিদ্যুৎপৃষ্ট হয়ে বাঁধন সরকার (১৭)নামের দশম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ০৩ (মে) বুধবার রাত সাড়ে এগারোটায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর বাজার সংলগ্ন কাশিপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়,ওই গ্রামের মোঃ দুলাল হোসেনের ছেলে বাঁধন সরকার (১৭) পড়াশুনা করার সময় তার ঘরের বান্পটি কেটে গেলে আর একটি নতুন বাল্প লাগাতে গিয়ে হোল্টারে হাতরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন তাৎক্ষণিক ভাবে পরিবারের লোকজন আহত বাঁধনকে উদ্ধার করে স্থানীয়রা সহ-দ্রুত ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এঘটনায় ওই পরিবার সহ- গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।