বাগেরহাটে কন্যাশিশুদের মূল্যায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির সেশন অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি।। || ৬:২৫ অপরাহ্ণ ॥ মে ৩, ২০২৩
বাগেরহাটে কন্যাশিশুদের মূল্যায়নের বিষয়ে সচেতনতা বৃদ্ধির সেশন অনুষ্ঠিত হয়েছে। ইউএনএফপিএ এবং আরআরএফ এর আয়োজনে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে কন্যাশিশুদের মূল্যানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির সেশন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতা করেন ইউএনএফপিএর প্রগ্রাম স্পেসালিষ্ট শামিমা পারভিন, প্রগ্রাম অফিসার জেন্ডার আবু নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট প্রফেসর ড. সাবিহা ইয়াসমিন রোজী, আরআরএফ এর প্রকল্প পরিচালক অরুন কুমার বিশ্বাস, প্রেকল্প কো-অডিনেটর নার্গিস আনিসা পিয়া প্রমুখ।
অনুষ্ঠিত এ অধিবেশনে পিতৃতন্ত্র, যৌতুক প্রথা, সাংস্কৃতিক বিশ্বাস, মহিলাদের উপর বিধিনিষেধ, সামাজিক নিরাপত্তাহীনতা,ঐতিহ্যগত লিঙ্গ ভূমিকার মধ্যে পারস্পরিক ক্রিয়াকলাপের উপর আলোকপাত করে যা মেয়েদের সম্মানকে ক্ষুণ্ন করে ।
বাগেরহাট সদর উপজেলার সন্তানের পিতামাতা, ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় রাজনীতিবিদ,পুলিশ কর্মকর্তা, সাংবাদিক , স্কুল শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।