ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ধান কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি।। || ৯:৪৮ অপরাহ্ণ ॥ মে ৩, ২০২৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বোরো ধান কাটতে গিয়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন্দ্রনাথ চেংটু (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ মে) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের কয়ার দোলায় এ ঘটনা ঘটে।

কৃষক বীরেন্দ্রনাথ চেংটু (৫০) তেতুলিয়া এলাকার কেকার নাথের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, বুধবার দুপুরে কয়েকজন শ্রমিক উপজেলার কয়ার দোলার জমিতে ধান কাটতে যান। এ সময় পড়ে থাকা সেচপাম্পের তারে জড়িয়ে পড়েন বীরেন্দ্রনাথ চেংটু। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক