দেশ স্বাধীনের মায়ায় সন্তানের কথা ভাবেনি মেজর আফসার-মুক্তিযোদ্ধা মন্ত্রী

দেশ স্বাধীনের মায়ায় যুদ্ধাহত সন্তান ও পরিবারের কথা ভাবেনি আফসার বাহিনীর প্রধান ও বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার।
মহান স্বাধীনতাযুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তাঁদেরই একজন মেজর আফসার উদ্দিন আহমেদ, যার সুযোগ্য নেতৃত্বে একাত্তরে গড়ে উঠেছিল আফসার বাহিনী। এই বীর যোদ্ধাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রচিত হয়েছে ইজাজ আহমেদ মিলনের গবেষণাগ্রন্থ‘বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ : অপরাজেয় মেজর আফসার’। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেয়ার সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম.মোজাম্মেল হক এমপি এসব কথা বলেন।

৩ মে বুধবার, বিকেল ৪টায়, জাতীয় সংসদ
ভবনের এল ডি হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি।
এছাড়া গ্রন্থ বিষয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব, সাংবাদিক হারুন হাবীব এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সাংবাদিক ও লেখক ইজাজ আহমেদ মিলন প্রমুখ ।
অনুষ্ঠানে কয়েক হাজার মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য সাংবাদিক, বুদ্ধিজীবি ও আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *