শ্রীমঙ্গলের জুলেখা খাসিয়াপুঞ্জি ইউএনওর পরিদর্শন

শ্রীমঙ্গলের জুলেখা খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড সন্দ্বীপ তালুকদার ও জনস্বাস্হ্য প্রকৌশলী সাইফুল ইসলামকে সাথে নিয়ে তিনি পুঞ্জি পরিদর্শন যান।

এ সময় খাসিয়া পুঞ্জির প্রধানসহ সকলের সাথে তাদের সুবিধা-অসুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় খাসিয়া পুঞ্জির ঝরে পড়া দুজন শিক্ষার্থীর কথা জানতে পেরে তাদের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেন আলী রাজিব মিঠুন এবং খুশি খংলিয়ামকে দ্বারিকাপাল মহিলা কলেজে এবং বৈশাখী সুচেনকে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি করার তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

এছাড়াও একটি পরিবারের মাঝে সেলাই মেশিন এবং পুঞ্জির ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য দুইটি ফুটবল প্রদান করেন তিনি। এছাড়াও
পুঞ্জিতে একটি খাসিয়া কমিউনিটি স্কুল তৈরি করার জন্য জায়গা নির্ধারণের বিষয়েও নির্দেশনা প্রদান করেন।

আজ দুপুরে পুঞ্জি পরিদর্শনকালে জুলেখা খাসিয়াপুঞ্জির প্রধান মিন সুমের ও পারবন খাসিয়া উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *