বকশীগঞ্জের বগারচর চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: || ৮:২৭ অপরাহ্ণ ॥ মে ২, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জের ২নং বগারচর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালপুরের স্থানীয় একটি অফিসে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বগারচর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম, সাবেক চেয়ারম্যান এর লিচুর ছেলে জুবায়ের ইসলাম জুয়েল সহ আরো অনেকে।
এ সময় তিনি উল্লেখ করেন, স্থানীয় ভূমিদস্যু ও মামলাবাজ গাজী আমানুজ্জামান নিজ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দুলাল হত্যা মামলায় মিথ্যা ভাবে ফাঁসিয়ে বগারচার ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে বাঁধা গ্রস্থ্য করছে। সেই সাখে বগারচর ইউনিয়নের নিরীহ মানুষদের মিথ্য হত্যা মামলা দিয়ে হয়রারী করার প্রতিবাদও জানান তিনি।
এ সময় তিনি দুলাল হত্যা মামলার প্রকৃত আসামীদের গ্রেফতার করে অহেতুক সাধারন মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী না করা ও চেয়ারম্যান মাসুম সহ তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী বরাবর বিশেষ আবেদন করেছেন।