ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

কাহালুতে উপজেলা দলিল লেখক সমিতির কলম বিরতি কর্মসূচী পালন

হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধিঃ || ৮:৫২ অপরাহ্ণ ॥ মে ২, ২০২৩

গত সোমবার রাতে বগুড়ার কাহালুর আখুঞ্জা গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে কাহালু উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সহ-সভাপতি প্রবীণ দলিল লেখক মোহাম্মাদ আলী পোদ্দার মারা যান। (ইন্না—-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কাহালু উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু) ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহিদুল আলম (সুলতান)।
প্রবীণ দলিল লেখক মোহাম্মাদ আলী পোদ্দারের মৃত্যুতে মঙ্গলবার সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত কাহালু উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে কলম বিরতি কর্মসূচী পালন করছে।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা মোটর শ্রমিক বিশ্রামাগার কমিটির সভাপতি আলহাজ্ব এস এম শহিদুল আলম (সুলতান), উপজেলা দলিল লেখক সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, রমজান আলী, সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবু, শাহজাহান আলী পুটু, সহ-সাধারণ সম্পাদক নবিউল ইসলাম, আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক সামছুল হক, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ সহ উপজেলা দলিল লেখক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক