জামালপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে সমাজের “বিত্তবানদের উদ্বুদ্ধ করণ এবং দুস্হ গরীবদের মাঝে যাকাতের অর্থে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ইসলামপুর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলার ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু:তানভীর হাসান রুমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান শাহিন, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান মাজেদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেসসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় উপজেলার ৩৮জন দু:স্হ গরীবের মাঝে প্রধান অতিথি ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি যাকাত ফান্ডের সেলাই মেশিন বিতরণ করেন।